১.১৪ শিল্পের গ্যাসীয় বর্জ্য ও গ্রিন হাউস ইফেক্ট

অটোমােবাইল ইঞ্জিন থেকে নির্গত প্রাইমারি দুষক যা একটি সিরিজ আলােক বিক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দুষক তৈরি করে যা স্মগ (ধোঁয়া + কুয়াশা) তৈরি করার জন্য দায়ী। সেকেন্ডারী দুষক তৈরি করতে সংঘটিত বিক্রিয়াগুলাে লিখ।


BUET 16-17

অটোমোবাইল হতে নির্গত প্রাইমারি দূষক: যেমন- হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, অ্যামিন, কিটোন প্রভৃতি আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম সেকেন্ডারি দূষক তৈরি করে।

যেমন, অ্যাসিটোন নিম্ন লিখিত আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দূষক PAN (পার অক্সাইল অ্যাসাইল নাইট্রেট) তৈরি করে। এ PAN ধোঁয়াশা সৃষ্টি করতে সহায়তা করে।

১.১৪ শিল্পের গ্যাসীয় বর্জ্য ও গ্রিন হাউস ইফেক্ট টপিকের ওপরে পরীক্ষা দাও