সাহিত্যে খেলা
অধ্যাপক কাজী রশিদ প্রায় বারো বছর ধরে অধ্যাপনার সুবাদে সুনামের সঙ্গে ছাত্রদের রবীন্দ্র ও নজরুল সাহিত্য পড়াচ্ছেন। ক্লাসে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট নিষ্ঠাবান। কিন্তু সাহিত্য পড়িয়ে তিনি কোনো আনন্দ পান না।
'সাহিত্যে খেলা' প্রবন্ধ অনুযায়ী কাজী রশিদ সম্পর্কে প্রযোজ্য-
i. তিনি কাব্যের রূপ দেখেছেন
ii. তিনি কাব্যের গুণ শুনেছেন
iii. তিনি কাব্যের বিশ্লেষণে দক্ষ
নিচের কোনটি সঠিক?