২য় পত্র
অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয়-
যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (আইআর) রশ্মি। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়। খালি চোখে এদের দেখা যায় না। উইলিয়াম হার্শেল ১৮০০ সালে এই বিকিরণ আবিষ্কার করেন। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি।
শিলা দিকপরিবর্তী তড়িচ্চালক শক্তির একটি সমীকরণ লিখল এভাবে E = 6 sin 314. নাবিল বলল, কার্যকর তড়িচ্চালক শক্তির মান 6V এর কম হবে।
একটি বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীকে 20 Wb m-2 মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 rad s-1 সমকৌণিক বেগে ঘুরতে দেয়া হলো । কুণ্ডলীর পাক সংখ্যা ও ক্ষেত্রফল যথাক্রমে 100 এবং 1.0 m2।
শিক্ষার্থী রিদা 0°C তাপমাত্রার 12gm ভরের একটি বরফ খণ্ডকে 20°C তাপমাত্রার 200 gm ভরের পানির সাথে মিলিয়ে 14.34°C এর মিশ্রণ তৈরী করল। সে মন্তব্য করল সমগ্র ব্যবস্থাটি পরিবেশ বান্ধব নয়।