২য় পত্র

অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয়-

CB 16

যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (আইআর) রশ্মি। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়। খালি চোখে এদের দেখা যায় না। উইলিয়াম হার্শেল ১৮০০ সালে এই বিকিরণ আবিষ্কার করেন। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি।

২য় পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও