সেই অস্ত্র

অমোঘ অস্ত্র ‘ভালোবাসা’ পৃথিবীতে ব্যাপ্ত হলে কী হবে?

আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী

যে ঘৃণা বিদ্বেষ অহংকার

এবং জাত্যভিমানকে করে বার বার পরাজিত

যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন

যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না

করে সমাবিষ্ট

সেই অমোঘ অস্ত্র-ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত করো।

সেই অস্ত্র টপিকের ওপরে পরীক্ষা দাও