সেই অস্ত্র
অমোঘ অস্ত্র ‘ভালোবাসা’ পৃথিবীতে ব্যাপ্ত হলে কী হবে?
আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী
যে ঘৃণা বিদ্বেষ অহংকার
এবং জাত্যভিমানকে করে বার বার পরাজিত।
যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন
যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না
করে সমাবিষ্ট
সেই অমোঘ অস্ত্র-ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত করো।
“আমরা হিরোসিমা-নাগাসাকির ব্যথিত আত্মা আমরা শান্তি চাই আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদ আমরা শান্তি চাই ।”
উদ্দীপকের কোন কোন অনুষঙ্গ ‘সেই অস্ত্র’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে নদী কেমন হবে?
ট্রয় নগরী কোথায়?
“পাখিরা নীড়ে ঘুমোবে।”- উক্তিটির মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশিত?