আচরণের প্রকৃতি ও সহজাত আচরণ (ট্যাক্সিস,রিফ্লেক্স)
অর্জিত প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য হলো-
i.পূর্বের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল
ii.বংশপরম্পরায় প্রবাহিত হয় না
iii. উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক তৈরি করে
নিচের কোনটি সঠিক?
শিখন আচরণের বৈশিষ্ট্য : (i) জন্মগত নয়, বরং অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। (ii) জটিল
প্রকৃতির এবং সর্বদা পরিবর্তনশীল । (iii) বংশপরম্পরায় প্রদর্শিত হয় না । (iv) অভিযোজনীয় এবং অভিজ্ঞতার আলোকে
বিকাশিত হয় । (v) উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করে। (vi) পরিবর্তনের মধ্য দিয়ে বিকাশ লাভ
করে । (vii) প্রজাতির জন্য সুনির্দিষ্ট নয় ।
সাগর বিস্কুট খেতে খেতে তাদের কুকুরটিকে সাথে নিয়ে ফুলের বাগানে ঘুরতে গেল। সেখানে একটি গিরগিটিকে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করতে দেখল। সাগর তার কুকুরটিকে ধাওয়া করতে বললে কুকুরটি গিরগিটিকে ধাওয়া করে ফিরে এলো। সাগর কুকুরটিকে একটি বিস্কুট খেতে দিল। সাগর কুকুরটিকে দিয়ে এই কাজটি বার বার করালো এবং বিস্কুট খাওয়ালো।
গিরগিটি লাল বর্ণ ধারণ কেন করেছিল?
থিগ্মোট্যাক্সিস কিসের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে?
শিক্ষক ক্লাসে পাখির পরিযান ও তিন কাঁটা মাছের অপত্য যত্ন সম্পর্কে পড়ালেন।
জিগ জ্যাগ নৃত্য প্রদর্শন করে-