যকৃত ,এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা
অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া -
গ্লুকোনিওজেনেসিস: ননকার্বোহাইড্রেট উৎস যেমন অ্যামিনো এসিড ও গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি। যকৃতের সাইটোপ্লাজমে ঘটে। গ্লুকাগন এই প্রক্রিয়ায় সাহায্য করে। মূলত এটি ইনসুলিনের বিপরীত কাজ
করে।
যকৃত সম্পর্কে কোনটি ঠিক?
i. ভিটামিন ও লৌহ সঞ্চয় করে
ii. পিত্তরস উৎপন্ন করে
iii. বিষ অপসারণ করে
নিচের কোনটি সঠিক?
যকৃত হলো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থিময় অঙ্গ এবং দেহকে বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত রাখতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈবরাসায়নিক বিক্রিয়া যকৃতে সম্পন্ন হয়, এজন্যই এটি জৈব রসায়নাগার হিসেবে পরিচিত।
A চিহ্নিত অংশটি নানাবিধ শারীরবৃত্তীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ। কারণ
l.গ্লাইকোজেন সঞ্চয় করে
Il.পিত্তরস তৈরি করে
Ill.রক্ত সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?