সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল

অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য কোনটি?

BB 17

সংরক্ষণশীল বলের ক্ষেত্রে-(১) পূর্ণচকেরে মোট কাজ শূন্য হয় (২) কাজের পরিমাণ কণার গতিপথের ওপর নির্ভর করে না (৩) শক্তি নিত্যতার সূত্র পালিত হয় (৪) কাজ পুনরুদ্ধার করা যায়। এই বলের উদাহরণ-অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, স্প্রিং-এ বিকৃতি প্রতিরোধকারী বল।

অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে- (১) পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না। (২) কাজের পরিমাণ কণার গতিপথের ওপর নির্ভর করে। (৩) শক্তির নিত্যতা পালিত হয় না। (৪) কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। এই বলের উদাহরণ হলো—ঘর্ষণ বল, সান্দ্র বল।

সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো