ক্রিয়ার কাল

অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে 'তিনি গেলে কাজ হবে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

DU 15-16

বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার : একবার মরলে কি কেউ ফিরে? (বিস্ময় প্রকাশে) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে (পরিণতি বোঝাতে) ।

কার্যপরম্পরা বলতে কাজের ধারাবাহিকতাকে বোঝানো হয়। যেমন: আমি পড়র পর বাজারে যাব ।

বিস্ময়জ্ঞাপন: কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করা হয়। যেমন: তুমি এতো বড় বাটপার!

ক্রিয়া বিশেষণ: বাক্যে যে শব্দ ক্রিয়া পদকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে ।যেমন : ছেলেটি দ্রুত দৌড়ায়।

ক্রিয়ার কাল টপিকের ওপরে পরীক্ষা দাও