বায়ান্নর দিনগুলো
'অসমাপ্ত আত্মজীবনী'তে কত সাল পর্যন্ত ঘটনা স্থান পেয়েছে?
"অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। "হিন্দু না ওরা মুসলিম?" ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি। বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার।
'দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম'- জেলগেটে বঙ্গবন্ধুর এ দেরি করার কারণ ছিল-
আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগানে শহর-বন্দর-গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে। কার্টুন, দেয়াল লেখা, গানের মাধ্যমে সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছিল সর্বত্র।
উদ্দীপকে 'বায়ান্নর দিনগুলো' রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে?
"এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে?" উক্তিটি কার?