সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ
অসম্পৃক্ত বাষ্প মেনে চলে-
অসম্পৃক্ত গ্যাস আদর্শ গ্যাস সূত্র যেমন বয়েল , চার্লস, রেনোর চাপীয় সূত্র মেনে চলে। কিন্তু সম্পৃক্ত গ্যাস এসব সূত্র মেনে চলে না।
30°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন তিনগুণ করা হলো৷
অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে-
আবদ্ধ বা খোলা যে কোন স্থানে এটি তৈরি করা যায়
তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়
এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
শুষ্ক ও আর্দ্র বালব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়া পূর্বাভাসের জন্য নিচের কোনটি সঠিক?
সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের দু থার্মোমিটারে তাপমাত্রার পার্থক্য হঠাৎ বেড়ে গেলে বোঝা যায় ওই স্থানে-
নিচের কোনটি সঠিক ?
কোন স্থানের অসম্পৃক্ত বাষ্প চাপ f এবং সম্পৃক্ত বাষ্প চাপ F হলে কোনটি সঠিক?