সমাস

‘অসুখ’ কোন সমাস। (নাই সুখ যার)?

যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে প্রভৃতি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন: অসুখ (নাই সুখ যার); নাচার; বেহেড, অজ্ঞান, নির্ভুল প্রভৃতি। অবশ্য এগুলো নঞ বহুব্রীহির উদাহরণ।

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question