অস্থি ও তরুনাস্থি

অস্থি কোষ থেকে নিচের কোন হরমোনটি উৎপন্ন হয়?

অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন (osteocalcin) নামক হরমোন ক্ষরিত হয় যা দেহে রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে।পীত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ (adepose cell) থাকে যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে।

অস্থি ও তরুনাস্থি টপিকের ওপরে পরীক্ষা দাও