লালসালু
আকস্মিকভাবে, আকর্ষণীয় উপায়ে লোকাল বাসের মধ্যে শরফুদ্দিন তার সর্বরোগ নিরাময়কারী আর সকল আশা পূরণকারী অষ্ট ধাতুর তাবিজ বিক্রির বয়ান শুরু করে। এসব বাসে চলাচলকারীদের মধ্যে তার মতো নিম্ন আয়ের, নিম্নমধ্যম আয়ের অনেক মানুষেরা রয়েছে। তাদের কাছে অষ্ট ধাতুর তাবিজের নামে ডাহা মিথ্যা কথা বলে টিনের এক একটি সর্বগুণহীন তাবিজ গছাতে পেরে পকেট স্ফিত হওয়ায় শরফুদ্দিন পুলকিত হয়। এই জগতে বিবি বাচ্চা নিয়ে তারও যে বাঁচার অধিকার আছে।