এককথায় প্রকাশ / বাক্য সংকোচন
“আট কপালে” অর্থ কী?
কতিপয় বাগধারা: ইঁদুর কপালে – নিতান্ত মন্দ ভাগ্য; কপাল ফেরা – সৌভাগ্য লাভ; হাড় হাভাতে/আট কপালে – হতভাগ্য; গুড়ে বালি – আশায় নৈরাশ্য; একাদশে বৃহস্পতি – সৌভাগের বিষয়।
‘যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কী হবে?
“উভয় তটের মধ্যবর্তী জলস্রোত” বাক্যটির সংকুচিত রূপ
'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন'- এর এক কথায় প্রকাশ কোনটি?
কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় কী হবে?