গড়বেগ, গড়বর্গ বেগ, মূল গড়বর্গ বেগ ও সর্বাধিক সম্ভাব্য বেগ
আবদ্ধ অক্সিজেন সিলিন্ডারের আয়তন 5×105 cm35\times10^{5\ }cm^35×105 cm3। সিলিন্ডারের ভিতরে চাপ হলো 300 atm এবং তাপমাত্রা 20°C। কিছু অংশ ব্যবহার করার পর চাপ হলো 150 atm কিন্তু তাপমাত্রা সমানই ছিলো।
আর্দ্রতা কী?
তোমার কক্ষের আপেক্ষিক আর্দ্রতা 25% হলে তুমি কেমন বোধ করবে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রথমে সিলিন্ডারটিতে অক্সিজেনের পরিমাণ কত ছিলো?
কিছু পরিমাণ গ্যাস ব্যবহার করার পর গ্যাস অণুসমূহের CrmsC_{rms}Crms এর মানের কী পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
0°C তাপমাত্রায় CO₂ গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ কত? [এখানে, গ্যাস ধ্রুবক, R = 8.31Jk−1 mol−1] \left.\mathrm{Jk}^{-1} \mathrm{~mol}^{-1}\right] Jk−1 mol−1]
কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ 200°C তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান?