আঠারো বছর বয়স

আমরা করি ভুল

অগাধ জলে ঝাঁপ দিয়ে

যুঝিয়ে পাই কূল।

যেখানে ডাক পড়ে

জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত'

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ হলো-

i. ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ

ii. আঠারো বছর বয়স জানে না কাঁদা

iii. বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি।

নিচের কোনটি সঠিক?

NDCD 23

• উদ্দীপকটি জীবন সংগ্রাম, সাহসিকতা, এবং ঝুঁকি গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করছে। এতে একটি মানুষ বা চরিত্র তার জীবনের চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকে।

আঠারো বছর বয়স টপিকের ওপরে পরীক্ষা দাও