আঠারো বছর বয়স
আমরা করি ভুল
অগাধ জলে ঝাঁপ দিয়ে
যুঝিয়ে পাই কূল।
যেখানে ডাক পড়ে
জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত'
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ হলো-
i. ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ
ii. আঠারো বছর বয়স জানে না কাঁদা
iii. বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি।
নিচের কোনটি সঠিক?
• উদ্দীপকটি জীবন সংগ্রাম, সাহসিকতা, এবং ঝুঁকি গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করছে। এতে একটি মানুষ বা চরিত্র তার জীবনের চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকে।
'এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'-এতে কী প্রকাশিত হয়েছে?
রফিক মার্চের উত্তাল সময়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে এসে সে সমবয়সিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে, তারা যুদ্ধের ট্রেনিং নিতে ভারতে যাবে। পরিবারের উদ্দেশ্যে চিরকুট লিখে সবাই রাতের আঁধারে ঘর ছাড়ে।
ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ করে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।।
'তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি' - পরবর্তী চরণ -