আমার পথ
‘আমার পথ' প্রবন্ধে 'মানবধর্মকে সবচেয়ে বড়ো ধৰ্ম বলে মত প্রকাশ করা হয়েছে কেন ?
মনুষ্যবোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে।এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।
আত্মবিশ্বাসী মানুষই সাফল্যের পথে এগিয়ে যান। তিনি অন্যের মত ও পথের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নিজের সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্যের উপর নির্ভরতা তার লক্ষ্য নয়। নিজেকে চিনে এবং নিজের বিশ্বাসকে বড় মনে করার মধ্য দিয়েই তিনি কল্যাণকর কিছু করতে পারেন।
১৯৭২ সালে কার উদ্যেগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?
'আমার পথ' প্রবন্ধে বিপথ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন?