AI,robotics,virtual reality
আমার বন্ধু ডাঃ এনাম ফ্রান্সে গেছে ট্রেনিং এ। ভাইবারে সে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙুলের ছাপ এবং অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি বললাম “বেশ মজাই তো” সে আরও বলল “গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করেছি।”
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো-
i. ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং
ii. স্প্রেডশিট প্রসেসিং
iii. স্পিচ প্রসেসিং
নিচের কোনটি সঠিক?
মি. মিলন ও তার ছেলে আসিফ যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন “জুমানজি” সিনেমা দেখতে। সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর আসিফ তার বাবাকে বলছিল যে সিনেমাটি তার কাছে খুব বাস্তব মনে হয়েছে এবং এক পর্যায়ে তিনি নিজেকে সিনেমার একজন অভিনেতা হিসেবে বিবেচনা করতে শুরু করেছিলেন ।
সাধারণত, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো-
ভার্চুয়াল রিয়েলিটিতে নিম্নলিখিত প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কোনটি হাতে প্রদান করা হয়?