সম্ভাবনার সাধারণ সমস্যা

আয়তক্ষেত্রের বাহুগুলােকে 20% বর্ধিত করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

আমরা ধরি, দৈর্ঘ্য এবং প্রস্থ হতে ১০ ইউনিট।

ক্ষেত্রফল = ১০ × ১০ = ১০০ ইউনিট²

দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেয়েছে = ১২ ইউনিট

প্রস্থ ২০% বৃদ্ধি পেয়েছে = ১২ ইউনিট

⇒ নতুন ক্ষেত্রফল = ১২ × ১২ = ১৪৪ ইউনিট²

ক্ষেত্রফলে পরিবর্তন = ১৪৪ - ১০০ = ৪৪ ইউনিট²

⇒ শতকরা পরিবর্তন = (৪৪/১০০) × ১০০ = ৪৪%

অতএব, ক্ষেত্রফলে পরিবর্তন ৪৪%।

সম্ভাবনার সাধারণ সমস্যা টপিকের ওপরে পরীক্ষা দাও