২.১ জৈব যৌগ, অজৈব যৌগ, কার্বন এর sp,sp 2, sp 3 সংকরায়ণ
আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত লঘু তেল থেকে যে উষ্ণতায় বেনজিন পাতিত হয় তা হলো-
আলকাতরার আংশিক পাতনে প্রাপ্ত লঘু তেলের উপাদানগুলো হলোঃ
বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন, ফেনল।
HC ≡ C–CH=CH2 যৌগটির C–C একক বন্ধনটিতে কার্বন, ২ টির যে সংকরায়ন ঘটে তা হলো-
(a) লাল ফসফরাস ও পানির মিশ্রনে ফোটা করে Br2 যোগ করলে কি উৎপন্ন হয় ?
(b) জন্ডিস , লিভার সিরোসিস রোগের জন্য দায়ী কি ?
(c) SP2 হাইব্রিড অর্বিটালের জ্যামিতিক আকৃতি আঁক।
(d) গ্লুবার লবণের সংকেত লেখ।
(e) এক মোল C.F.C গ্যাস যে ক্লোরিন পরমাণুকে বহন করে তার একটি পরমাণু কতটি ওজোন অণুকে ধ্বংস করে ?
(f) 0.1M NaOH প্রস্তুত করতে 5000gm পানিতে কত গ্রাম বিশুদ্ধ NaOH দ্রবীভূত করতে হবে ?
জৈব বিক্রিয়াকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
সাধারণ কোন ধর্মটি একটি জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়?