সিরাজউদ্দৌলা
আলিবর্দি খাঁর বাবা কোন দেশীয় ছিলেন?
আলিবর্দি (মির্জা মুহম্মদ আলিবর্দি খাঁ): (১৬৭৬-১০.০৪.১৭৫৬ খ্রি.)। প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলি। তিনি ১৭৪০ সাল থেকে ১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আলিবর্দি খাঁর বাবা ছিলেন আরব দেশীয় এবং মা তুর্কি। ইরানের (পারস্য) এই সামান্য সৈনিক ভাগ্যান্বেষণে ভারতবর্ষে এসেছিলেন।
ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
উদ্দীপক, নিজের স্বার্থ উদ্ধারের জন্য শফিক চৌধুরী স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করে। এতে মানুষ তাকে চরম ঘৃণা করে। উদ্দীপকের শফিক চৌধুরী 'সিরাজউদ্দৌলা' নাটকে কোন চরিত্রের প্রতিনিধি?
দেয়াল? কোথায় দেয়াল জাঁহাপনা?' সংলাপটি কে বলেছে?
‘সিরাজউদ্দৌলা' নাটকে বৈশিষ্ট্য বিচারে কোন চরিত্রটিকে সর্বাধিক 'অধার্মিক' বলা যেতে পারে?