আচরণের প্রকৃতি ও সহজাত আচরণ (ট্যাক্সিস,রিফ্লেক্স)
আলোর প্রতি সাড়া দেওয়াকে কি বলে?
পজিটিভ/ ধনাত্মক ট্যাক্সিস - উদ্দীপকের অভিমুখে গমন করা
নেগেটিভ/ঋণাত্মক ট্যাক্সিস - উদ্দীপক থেকে বিপরীতমুখে গমন
ফটোট্যাক্সিস - আলোক উদ্দীপনায় সাড়া দেওয়া। যেমন: উইপোকা আলোর প্রতি ধনাত্মক এবং আরশোলা ঋণাত্মক ফটোট্যাক্সিস।
থিগ্মোট্যাক্সিস কিসের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে?
শিক্ষক ক্লাসে পাখির পরিযান ও তিন কাঁটা মাছের অপত্য যত্ন সম্পর্কে পড়ালেন।
জিগ জ্যাগ নৃত্য প্রদর্শন করে-
উত্তর অঞ্চল থেকে শীতকালে বাংলাদেশে অনেক পাখি আসে, এছাড়াও উত্তর গোলার্ধের উপকূলীয় অঞ্চলে একধরনের পুরুষ মাছ আছে যা জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করে ।