লোক-লোকান্তর

আল মাহমুদের বিখ্যাত কবিতা-

'লোক-লোকান্তর' আল মাহমুদ রচিত 'লোক লোকান্তর' কাব্যের নামকবিতা। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির উল্লেখযোগ্য সনেটের মধ্যে এটি একটি। এর অষ্টকে বাংলার অপরূপ রূপের সঙ্গে কবির সম্পর্ক ফুটে উঠেছে। আর ষটকে ক্ষণস্থায়ী জীবনের কথা এবং সৃষ্টকর্মের মাধ্যমে বেঁচে থাকার কথা ব্যক্ত হয়েছে।

লোক-লোকান্তর টপিকের ওপরে পরীক্ষা দাও