মাসি-পিসি
দুর্ভিক্ষের সময়ে অভাবে তাড়নায় আহ্লাদীর বাবা-মা মাসি পিসির খাবার ছাটাই করেছিল যদি আল্লাদি বাবা মা অনেক কারণে মাসি পিসির উপর ঋণী ছিল তবুও অভাবে কারণে অন্ন দিবার ক্ষমতা। তাদের ছিল না
“ভঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব”- কার উক্তি?
শৈশবে বাবা-মাকে হারিয়ে এক চাচার আশ্রয়ে থাকা আসমার জীবনে ঘটে যায় বাল্যবিবাহ। স্বামীর ঘরে অত্যাচার-নির্যাতন, পরে তালাক। চাচার সহযোগিতা না পেলেও দমে যায়নি সে। টিউশন করে লেখাপড়া চালিয়ে যায় সে। অদম্য ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাভ করে ভালো ফল। আসমা এখন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
'মাসি-পিসি' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?