প্রজাতি, জীবগোষ্ঠী ও জীবসম্প্রদায় এবং ইকোলজিক্যাল পিরামিড

ইকোসিস্টেমের কাঁচামাল -

পরিবেশের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, অ্যামিনো অ্যাসিড ও হিউমিক অ্যাসিড প্রভৃতি বাস্তুতন্ত্রের মৌলিক অজৈব উপাদান। জৈব উপাদান : মৃত উদ্ভিদ ও প্রাণী, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড ইত্যাদি জৈব যৌগ। এগুলো জৈবরাসায়নিক গঠনরূপে অজীব ও সজীব উপাদানের মধ্যে যোগসূত্র রচনা করে।

প্রজাতি, জীবগোষ্ঠী ও জীবসম্প্রদায় এবং ইকোলজিক্যাল পিরামিড টপিকের ওপরে পরীক্ষা দাও