নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি

ইন্টারনেট কোন টপোলজির নেটওয়ার্ক ?

স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক কেননা এতে প্রায় সব ধরনের টপোলজির নেটওয়ার্কই সংযুক্ত আছে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নির্ভর করছে ঐ নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজিগুলোর উপর।

নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি টপিকের ওপরে পরীক্ষা দাও