ইয়াং এর পরীক্ষা

ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির মধ্যবর্তী দূরত্ব 0.18 mm। চিড়গুলাে থেকে 90 cm দূরে পর্দায় কোনাে একটি একবর্ণী আলাের সাহায্যে ডােরা সৃষ্টি করা হলে, যদি 3rd উজ্জ্বল ডােরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডােরা থেকে 8.1 mm দূরত্বে অবস্থিত হয়, তাহলে আলাের তরঙ্গদৈর্ঘ্য বের কর।

BUET 17-18

 আমরা জানি, Δx=nDλdλ=ΔxdnD=8.1×103×1.8×1043×0.9=5.4×107 m=540 nm (Ans.)  দেওয়া আছে, d=0.18 mm=0.18×103 m=1.8×104 mD=90 cm=0.9 m,n=3Δx=8.1 mm=8.1×103 m,λ=? \begin{array}{l}\text { আমরা জানি, } \Delta \mathrm{x}=\frac{\mathrm{nD} \lambda}{\mathrm{d}} \\ \lambda=\frac{\Delta \mathrm{xd}}{\mathrm{nD}}=\frac{8.1 \times 10^{-3} \times 1.8 \times 10^{-4}}{3 \times 0.9} \\ =5.4 \times 10^{-7} \mathrm{~m}=540 \mathrm{~nm} \text { (Ans.) } \\ \text { দেওয়া আছে, } \mathrm{d}=0.18 \mathrm{~mm} \\ =0.18 \times 10^{-3} \mathrm{~m}=1.8 \times 10^{-4} \mathrm{~m} \\ \mathrm{D}=90 \mathrm{~cm}=0.9 \mathrm{~m}, \mathrm{n}=3 \\ \Delta \mathrm{x}=8.1 \mathrm{~mm}=8.1 \times 10^{-3} \mathrm{~m}, \lambda=? \\\end{array}

ইয়াং এর পরীক্ষা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

ইয়ং-এর দ্বি চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব, d = 2 mm। চির থেকে পর্দার দূরত্ব, D = 10⁴ mm। ডোরার প্রস্থ x = 0.3mm।

D-কে যথেচ্ছ বৃদ্ধি করা সম্ভব নয় কারণ - 

ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় বেগুনি ( λ = 4000 A°) এবং লাল ( λ = 8000 A°) বর্ণের আলোর জন্য ব্যতিচার ঝালর প্রস্থের অনুপাত হলো-

ইয়ং এর ব্যতিচারের  ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3890Å,চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1mm এবং পরপর দুইটি ডোরার দূরত্ব 0.1mm,  পর্দা হতে চিড়ের দূরত্ব কত?

দুটি সরু চিড় পরস্পর হতে 4 mm দূরে অবস্থিত। এ ব্যবস্থাকে 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের  আলোক দ্বারা আলোকিত করা হলে 0.8 m দূরে অবস্থিত পর্দায় উজ্জ্বল ও অন্ধকার ডোরার সৃষ্টি হলো।

কেন্দ্রীয় চরম থেকে 0.047 cm দূরে কত ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যায়?