ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ

ই-কোলাই ব্যাকটেরিয়া মানবদেহের কোথায় অবস্থান করে? 

ই. কোলাই স্ট্রেইন হোস্টের শরীরের বৃহদন্ত্রে বাস করে। এরা ভিটামিন কে২ তৈরি করায় অবদান রাখে , এবং অন্ত্রে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী অনুজীবের দল গঠনে বাধা দিয়ে হোস্টের সাথে পরজীবি হয়েও একটি সিম্বায়োটিক সম্পর্ক বজায় রাখে।

ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ টপিকের ওপরে পরীক্ষা দাও