সিরাজউদ্দৌলা
“ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী।’' -এটি কার উক্তি?
ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
শহরে বড়োসড়ো এক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত সরদার নিজাম ও তার দল। এ লক্ষ্যে শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়িতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হতে থাকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নগর পুলিশ পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সদলবলে নিজামকে আটক করে কারাগারে প্রেরণ করে।
সিরাজউদ্দৌলা নাটকে মিরজাফর, ক্লাইভ ও রাজবল্লভ এর কথোপকথনে দুটো দলিলে কোন প্রসঙ্গটি বেশি প্রাধান্য পেয়েছে?