প্লাস্টিড ও নিউক্লিয়াস
উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি কেমন?
আকৃতি : উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে। নিম্নশ্রেণির উদ্ভিদকোষে
এদের আকৃতি হরেক রকম হতে পারে, যেমন- পেয়ালাকৃতি (Chlamydomonas), সর্পিলাকার (Spirogyra), জালিকাকার
(Oedogonium), তারকাকার (Zygnema), ফিতা বা আংটি আকৃতির/ গার্ডলাকৃতির (Ulothrix), গোলাকার (Pithophora)
ইত্যাদি । শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি।
কে প্রথম নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন?
RNP কোথায় পাওয়া যায়?
উদ্ভিদকোষে এমন দুটি অঙ্গাণু উপস্থিত যার প্রথমটি না থাকলে কোষটিতে সবাত শ্বসন সম্পন্ন হয় না এবং অপরটির উপর পৃথিবীর সকল জীবকূল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।
A = যে অঙ্গাণু খাদ্যশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে B = যে অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়