অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
উত্তেজনা, ভয় ও আতঙ্কে কোন হরমোনটি নিঃসৃত হয়?
মেডুলা নিঃসৃত হরমোন
অ্যাড্রেনাল মেডুলা থেকে ২টি হরমোন নিঃসৃত হয়:
১. অ্যাড্রেনালিন (Adrenalin) : এর অপর নাম এপিনেফ্রিন (Epinephrine) । যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বাড়িয়ে দেয় । এছাড়া হৃৎপিণ্ড ও ধমনির অনৈচ্ছিক পেশির সঙ্কোচন নিয়ন্ত্রণ করে এবং ভয়, আনন্দ ও শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে ।