genetic engineering, nanotechnology

উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ডঃ খন্দকার একটি সরকারী গবেষণা প্রতিষ্ঠানের বড় বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি বিভিন্ন গন্তব্যে চলাচলে যে গাড়ি ব্যবহার করেন সেটি ড্রাইভারবিহীন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত এবং এটি তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। তার গবেষণা প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি নতুন জাতের ধান আবিষ্কার করেছে যেটি কম জিআই (গ্লাইসেমিক ইনডেক্স) সম্পন্ন এবং যেটিকে 'ডায়বেটিক চাল' বলা হয়।

HC 23
genetic engineering, nanotechnology টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

ড. হাসান একটি অর্থকরী উদ্ভিদ নিয়ে গবেষণাকালে দেখতে পান যে, এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে উদ্ভিদটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তিনি ঐ ব্যাকটেরিয়ার গাঠনিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে একটি স্ট্রেইন উদ্ভাবন করলেন যা এমন একটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন করে যা ঐ উদ্ভিদের ঐ রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।

ড. হাসান গবেষণার ফলে যেসব সুফল পাওযা সম্ভব হবে সেগুলো হলো-

i. শিল্প কারখানার উৎপাদন বাড়ানো

ii. মানবত্বকের ক্যান্সার নিরাময়

iii. রোগ প্রতিরোধক ঔষধ উৎপাদন

নিচের কোনটি সঠিক?

রাকিব দেশের খাদ্য ঘাটতি মেটাতে হাইব্রিড বীজ উদ্ভাবনে প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। তার সহকারী অনুমতি ছাড়া কম্পিউটার থেকে গবেষণা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়-

i. DNA-এর সজ্জা পরিবর্তনে

ii. বংশগতির ধারা অনুসন্ধানে

iii. স্বাক্ষর শনাক্তকরণে

নিচের কোনটি সঠিক?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে-

i. নতুন জিনোম উদ্ভাবন করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন প্রস্তুত করা যায়

iii. মানুষ সহজে শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?