পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট,অমরাবিন্যাস ও ফল
উদ্দীপকের চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য —
নিচের কোনটি সঠিক?
শনাক্তকারী বৈশিষ্ট্য
১। কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা।
২। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউলবিশিষ্ট ।
৩। পুষ্পবিন্যাস (মঞ্জরী) স্পাইকলেট (spikelet)।
৪। পরাগধানী সর্বমুখ (versatile)।
৫। গর্ভমুণ্ড পালকের ন্যায়।
৬। গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।
৭। আমরাবিন্যাস মূলীয় (basal)
৮। ফল ক্যারিঅপসিস (caryopsis)।