মাইটোসিস ও এর ধাপ


উদ্দীপকের চিত্র 'X' দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে -

i. সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে 

ii. অপত্য কোষ সৃষ্টি হবে না 

iii. ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে 

নিচের কোনটি সঠিক?

CTG B 23

সাইটোকাইনেসিস না হলে (এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে) একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একে রলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন (free nuclear division)। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। কোনো কোনো শৈবাল, ছত্রাক ও প্রাণিকোষে ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে একটি কোষে বহু নিউক্লিয়াস উৎপন্ন হয়। এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক (oddnocytic) এবং প্রাণিকোষকে প্লাজমোডিয়াম (plasmodium) বলে।

মাইটোসিস ও এর ধাপ টপিকের ওপরে পরীক্ষা দাও