মায়োসিস ও এর ধাপ
উদ্দীপকের বিভাজনটি মূলত-
মায়োসিস-১
মায়োসিস-২
এক ধরনের মাইটোসিস
নিচের কোনটি সঠিক?
মায়োসিস-২ (Meiosis-2) বা দ্বিতীয় মায়োসিস বিভাজন মায়োসিস-২ এর প্রধান তাৎপর্য হলো দুটি কোষ হতে চারটি কোষের উৎপত্তি। এটি মূলত মাইটোসিস বিভাজন। মাইটোসিসের সময় DNA অণুর যে প্রতিরূপ সৃষ্টি হয় তা এখানে প্রয়োজন হয় না, কারণ প্রক্রিয়াটি প্রোফেজ-১ ধাপের
কোষ বিভাজন
আগেই সম্পন্ন হয়ে যায়। মায়োসিস-২-কে প্রোফেজ-২, মেটাফেজ-২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২ এ চারটি পর্যায়ে ভাগ করা হয়।
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
আদর্শ ফুলের ৫টি অংশের মধ্যে রঙ্গিন পাপড়ি মানুষকে মুগ্ধ করলেও পরিণত পরাগধানীর হ্যাপ্লয়েড কোষ পরবর্তী বংশে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটায়।
মায়োসিস-১ বিভাজনের দীর্ঘস্থায়ী দশার বৈশিষ্ট্য কোনটি?