হাইড্রার গঠন

উদ্দীপকের A চিহ্নিত কোষের কাজ কি?

আবুল হাসান স্যার

গ্যাস্ট্রোডার্মিসের অধিকাংশই পেশি আবরণী কোষ দিয়ে গঠিত। এরা সকলেই পুষ্টি কাজের সাথে জড়িত বলে এদের পুষ্টি কোষ বলা হয়।

■ ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষ সিলেন্টেরনে পানিস্রোত সৃষ্টি করে খাদ্যগ্রহণ, খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক ও বর্জ্য নিষ্কাশনে এবং শ্বসন ও রেচন কাজে অংশগ্রহণ করে।

■ ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ খাদ্যকণা গ্রহণ ও পরিপাক এবং খাদ্যসার আত্তীকরনে অংশগ্রহণ করে।

হাইড্রার গঠন টপিকের ওপরে পরীক্ষা দাও