রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন
উদ্দীপকের X চিহ্নিত অংশের নাম-
X চিহ্নিত অংশটি রুই মাছের হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাস নামক একটি উপপ্রকোষ্ঠ।এটি মূলত শিরাতন্ত্রের অংশ। এটি সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হয়। এপথে শিরা থেকে সংগৃহীত কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে।