অস্থি ও তরুনাস্থি

উদ্দীপকের ‘X' চিহ্নিত অংশ কোন ধরনের তরুণাস্থি দ্বারা গঠিত?

SB 17

‘X‘ চিহ্নিত অংশের নাম হলো বহিঃকর্ণ বা পিনা।

স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্তুময় (Yellow fibrous) তরুণাস্থি : এর ম্যাট্রিক্স অস্বচ্ছ ও হালকা হলুদ বর্ণের। ম্যাট্রিক্সে পীতাভ (হলদে) স্থিতিস্থাপক তন্তু জালকের আকারে বিন্যতু থাকে। বাইরের দিকের তুলনায় ভিতরের তন্তুগুলো অপেক্ষাকৃত ঘনবিন্যস্ত। বহিঃকর্ণ বা পিনা, ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভূতি অংশে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।

অস্থি ও তরুনাস্থি টপিকের ওপরে পরীক্ষা দাও