নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য
উদ্দীপকে নির্দেশিত উদ্ভিদটি পরিচিত—
জীবন্ত জীবাশ্ম হিসেবে
পাম ফার্ন হিসেবে
লিভারওয়ার্ট হিসেবে
নিচের কোনটি সঠিক?
জীবন্ত জীবাশ্ম (Living fossil) : বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। Cycas একটি জীবন্ত জীবাশ্ম।
পাম উদ্ভিদ এবং ফার্ন-এর পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিলসম্পন্ন বলে অনেক সময় Cycas কে পামফার্ন বলা হয়।
লিভারওয়ার্ট (Liverwort) হলো এক ধরনের সরল গঠনের ব্রায়োফাইট (Bryophyte) উদ্ভিদ। এগুলো সাধারণত আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশে জন্মে এবং সত্যিকারের শিকড়, কাণ্ড ও পাতার অভাব থাকে।
শিক্ষক ক্লাসে বললেন, বীজ উৎপন্ন করে এমন উদ্ভিদগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা যায়। যেমন— একটি গ্রুপের উদ্ভিদ ফলহীন ও সস্য হ্যাপ্লয়েড এবং অপর গ্রুপের উদ্ভিদ ফলযুক্ত ও সস্য ট্রিপ্লয়েড।
Cycas-এর সস্যতে ক্রোমোসোম সেট-এর সংখ্যা—
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।
বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।
বাংলাদেশের এক ধরনের উদ্ভিদ, যার কোরালয়েড মূল আছে এবং পাযফার্ন নামে পরিচিত। অন্য আরেকটি উদ্ভিদ যার পরাগধানী এক প্রোকোষ্ঠী ও বৃক্কাকার ।