মায়োসিস ও এর ধাপ
উদ্দীপকে ‘A’ অংশে সংঘটিত প্রক্রিয়ায় ঘটে—
i. কায়াজমার সৃষ্টি হয়
ii. লাইগেজ এনজাইম জড়িত
iii. জীনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
(i) প্রথমে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় (Endonuclease এর কারণে)।
(ii) পরে একটির অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লাগে ligase-এনজাইমের প্রভাবে। ফলে কায়াজমা (X আকৃতি) সৃষ্টি হয়।
(iii) শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিভের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে (যেহেতু জিন ক্রোমোসোমেই বিন্যস্ত থাকে)। জিন- এর বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে চারিত্রিক পরিবর্তন ঘটে।
মেটাফেজ-১ এর পূর্ববর্তী ধাপের উপপর্যায় হল-
মেটাকাইনেসিস
প্যাকাইটিন
ডিপ্লোটিন
নিচের কোনটি সঠিক?
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিয়োসিস ঘটে?