এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের অবস্থান, গঠন ও কাজ
উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি?
অন্তঃস্টিলীয় অঞ্চল: পেরিসাইকল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এতে নিম্নলিখিত টিস্যুগুলো দেখা যায়। (ক) পেরিসাইকল (Pericycle) বা পরিচক্র: এটি একসারি পাতলা প্রাচীরবিশিষ্ট ছোট প্যারেনকাইমা কোষ দিয়ে
গঠিত। কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত। কাজ: নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করা।
(খ) ভাস্কুলার বান্ডল (Vascular bundle) বা পরিবহন টিস্যুগুচ্ছ: জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক। এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয়ভাবে এবং চক্রাকারে সাজানো থাকে। প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম
কেন্দ্রের দিকে থাকে অর্থাৎ জাইলেম বহিঃস্থ প্রকার (exarch)।
কাজ: খাদ্যদ্রব্য পরিবহন করা।
(গ) মজ্জা রশ্মি বা সংযোজক টিস্যু (Medullary ray or conjunctive tissue): পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা ফ্লোয়েম গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখে এরাই মজ্জা রশ্মি বা সংযোজক টিস্যু গঠন করে।
জাতীয় যে সব কোষ জাইলেম ও কাজ: পরিচক্র ও মজ্জার মধ্যে সংযোগ রক্ষা করা।
(ঘ) পিথ (Pith) বা মজ্জা: মূলের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত অংশকেই মজ্জা বলে। তুলনামূলকভাবে কচু মূলে মজ্জা বড়।
কাজ: খাদ্য সঞ্চয় করা
মূলের ত্বককে কী বলে?
যে পত্ররন্ধ্রের চতুর্দিকের সহকারী কোষগুলো সাধারণ ত্বকীয় কোষের ন্যায় তাকে বলে—
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?
ক্যাসপেরিয়ান স্ট্রিপে বিদ্যমান
i. কিউটিন
ii. সুবেরিন
iii. লিগনিন
নিচের কোনটি সঠিক?