উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ও আধুনিক মতবাদসমূহ
উদ্ভিদ 'P' ও 'Q' প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে। বিপাকীয় শক্তির ব্যবহারের উপর নির্ভর করে 'P' প্রক্রিয়ায় শ্বসন হার বৃদ্ধি পেলেও 'Q' প্রক্রিয়ায় শ্বসন হার স্বাভাবিক থাকে।
ম্যাক্রোমৌল কী?
'ডোনান সাম্যাবস্থা' বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'P' প্রক্রিয়াটি আধুনিক মতবাদের সাহায্যে ব্যাখ্যা করো।
উদ্দীপকের 'P' ও 'Q' প্রক্রিয়ায় দুটি বৈসাদৃশ্যময়-বিশ্লেষণ কর।
খনিজ লবণ পরিশোষণ এর সক্রিয় পদ্ধতি সমূহ উল্লেখ করো। কোন আয়ন উদ্ভিদ সবচেয়ে মন্থর গতিতে শোষণ করে?
মাইক্রোমৌল হলো-
i. Mn
ii. Fe
iii. Cl
নিচের কোনটি সঠিক?
A = পত্ররন্ধ্র
B = খনিজ লবণ পরিশোষণ
NaCl পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয়। এটি পরিশোষণকালে শ্বসনের হারও বৃদ্ধি পায়।