ঋতু বর্ণন
উরে উরে এক হলে কী নিবারণ হয়?
বসন্তের আগমনে গাছে গাছে নতুন পত্রপুষ্প দেখা যায়। বর্ষায় মেঘের গর্জন, বৃষ্টিস্নাত প্রকৃতির সৌন্দর্য, শরতের স্নিগ্ধ আকাশ, শীত ঋতুর আগমন প্রভৃতির সাথে সাথে মানবমনেও সুখের আবেশ বয়ে যায়। এসময় প্রিয়জনকে কাছে পাওয়ার ইচ্ছা জাগে।
উদ্দীপক ও কবিতায় ফুটে উঠেছে-
i. প্রকৃতির রূপবৈচিত্র্য
ii. প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্ক
iii. প্রকৃতির রূপ-মাধুরী
নিচের কোনটি সঠিক?
'ঋতু বর্ণন' কবিতাটি কোন আকারে সংকলিত হয়েছে?
শরৎকালে প্রকৃতি ও মানবমনে হয়ে থাকে- (অনুধাবন)
i. খঞ্জনার নাচ
ii. ফুলের চামর দোলা
iii.. নির্মল মেঘাচ্ছন্ন আকাশ
নিচের কোনটি সঠিক?
ষড়ঋতুর বর্ণনার মধ্য দিয়ে কবি প্রকৃতির কী তুলে ধরেছেন?