বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ

এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে । কবিতার পরের কোন লাইনটি সঠিক?

JU F 14 -15

•আলোচ্য কবিতার অংশটুকু পল্লীকবি জসীমউদদীনের 'কবর' কবিতা হতে নেওয়া হয়েছে। কবর কবিতায় পঙক্তি সংখ্যা ১১৮ টি এবং কবি দশম শ্রেণীতে থাকা অবস্থায় যাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে 'কবর' কবিতা রচনা করেন। এটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।

বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও