লেন্স ও দর্পণ

একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব12 cm12\ cm। লেন্সটির প্রধান অক্ষের উপর একটি বস্তু রাখা হলে বস্তুরি আকারের তিনগুণ বিবর্ধিত বিঘ্ন পাওয়া যায়।

উদ্দীপকের লেন্সটিতে-

i. সর্বদাই বাস্তব বিম্ব পাওয়া যায়

ii. বাস্তব ও অবাস্তব উভয় বিম্ব পাওয়া যায়

iii. কেবলমাত্র বস্তুর দূরত্ব ফোকাস দূরত্বের কম হলে অবাস্তব বিম্ব পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

SB 16

i. সর্বদাই বাস্তব চিত্র পাওয়া যায়: ভুল।

সবসময় বাস্তব চিত্র হয় না; ফোকাস এবং

লেন্সের মাঝখানে বস্তু রাখলে অবাস্তব চিত্র

পাওয়া যায়।

ii. বাস্তব ও অবাস্তব উভয় চিত্র পাওয়া যায়:

সঠিক। বস্তুর অবস্থানের উপর নির্ভর করে

বাস্তব অথবা অবাস্তব চিত্র পাওয়া যায়।

iii. কেবলমাত্র বস্তুর দূরত্ব ফোকাস দূরত্বের

কম হলে অবাস্তব চিত্র পাওয়া যায়: সঠিক ।

ফোকাস এবং লেন্সের মাঝে বস্তুকে রাখলে

অবাস্তব চিত্র গঠিত হয়।

লেন্স ও দর্পণ টপিকের ওপরে পরীক্ষা দাও