তার বা ক্যাবল মাধ্যম
একটি কলেজ তার বিভিন্ন বিভাগের কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ তৈরি করে শিক্ষার্থীদের ১.২-১.৫ Gbps গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে নিয়েছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে অনেক ছাত্র-ছাত্রী কলেজে নিজস্ব মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। কর্তৃপক্ষ এটি দেখে ছাত্র- ছাত্রীদেরকে কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের তারের সংযোগ বা মডেম ছাড়াই বন্ধের দিনেও ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে দিয়েছে। উদ্দীপকের কলেজের বিভাগ গুলোর মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়?
ফাইবার অপটিক ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সুক্ষ্ম তন্তু যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক ক্যাবলও পাওয়া যায়। ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেন্জের ভিতর (1300 - 1500nm) অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেয়া যায়।