তরঙ্গ বেগ, তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক
একটি ঘরের এক প্রান্তে একজন বংশীবাদক কেবল মাত্র একটি সুর বাজিয়ে চলছেন যা অপর প্রান্ত থেকে প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করছে। পরিমাপ করে দেখা গেল প্রতি 1 m পর পর শব্দের তীব্রতা সর্বনিম্ন। সুরের কম্পাঙ্ক কত?
[বাতাসে শব্দের বেগ প্রতি সেকেন্ডে ]
কোনো বস্তু t সময়ে N সংখ্যক কম্পন সম্পন্ন করলে এর কম্পাঙ্ক কত হবে?
একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে তরঙ্গের পর্যায়কাল কত?
২ প্রান্তে আবদ্ধ একটি তারের দৈর্ঘ্য ২০ সেমি । তারটিতে সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
60cm দীর্ঘ একটি তার প্রতি সেকেন্ডে 120 বার কাঁপে। যদি এর দৈর্ঘ্য 40cm করা হয় এবং টান 4গুণ বৃদ্ধি করা হয়, তাহলে তারের কম্পাঙ্ক নির্ণয় কর।