২.৯ দ্রবণ আয়ন এর উপস্থিতি

একটি জলীয় দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করলে সাদা অধঃক্ষেপ পড়ল। ঐ অধঃক্ষেপ অ্যাসিটিক এসিডে অদ্রবণীয় কিন্তু জলীয় HCl এ দ্রবনীয়। জলীয় দ্রবণটিতে কোন ধাতুর আয়ন বিদ্যামান?

ড. হাজারী/অধ্যাপক নাগ

অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণসহ পরীক্ষা: টেস্টটিউবে 2-1 mL বর্ণহীন প্রস্তুত দ্রবণ নিয়ে এতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করা হয়। [এটি Ca2+^{2+} আয়নের নিশ্চিতকরণ পরীক্ষা।।

পর্যবেক্ষণ: সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। ঐ অধঃক্ষেপে অ্যাসিটিক এসিড যোগ করলে অদ্রবণীয় থাকে; কিন্তু লঘু HCI এসিড যোগ করলে দ্রবীভূত হয়।

সিদ্ধান্ত: নমুনা লবণে Ca2+^{2+} আয়ন উপস্থিত ও নিশ্চিত।

২.৯ দ্রবণ আয়ন এর উপস্থিতি টপিকের ওপরে পরীক্ষা দাও