আপেক্ষিক গতি
একটি ট্রেন 50 km/hr বেগে চলা অবস্থায় ব্রেক কষে 60 cm/sec2 মন্দন সৃষ্টি করা হল। ট্রেনটি কত দূর গিয়ে থামবে?
একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেড়ে দেওয়া হল। ভূমিতে পৌঁছাতে পাথরটির 4s এর বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2s সময়ে পতনের দূরত্বের অনুপাত কত?
A ও B দুটি গাড়ি যথাক্রমে
এক ব্যক্তি ঘন্টায় 7 মাইল গতিতে তার গন্তব্যে পৌঁছায় এবং ঘন্টায় 8 মাইল গতিতে পূর্বের স্থানে ফিরে আসে। তার গড় গতি নির্নয় কর।
একটি বিমান প্রতি ঘণ্টায় 360 km বেগে মাটি স্পর্শ করে 1 km দূরত্ব অতিক্ৰমান্তে থেমে যায়। বিমানটির মন্দন কত?