হুকের সূত্র
একটি তারের দৈর্ঘ্য 2 m এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1mm2। তারটির প্রান্তে 20 N বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত?
5m দৈর্ঘ্য ও 1mm ব্যাসবিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত?
2m দৈর্ঘ্য এবং 1mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট তারে 20kg ভর ঝুলালে তারটি 1mm প্রসারিত হয়।
উক্ত তারটির-
দৈর্ঘ্য বিকৃতি 0.5×10-2
ইয়ং এর গুণাঙ্ক 3.92×1011 Nm-2
কৃতকাজের পরিমান 0.098J
নিচের কোনটি সঠিক?
ভার্নিয়ার পদ্ধতিতে কঠিন বস্তুর ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করার জন্য আদি দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের একটি ইস্পাতের তার নেয়া হলো এবং পরীক্ষার পর ইয়ং এর গুণাঙ্ক পাওয়া গেল । পরীক্ষায় দেখা গেল যদি বল প্রয়োগ করা হয় তাহলে তারের দৈর্ঘ্য বাড়ে এবং ব্যাস কমে।
Steel wire has a length of 2m and a cross-sectional area of 1mm2. When 20 N force is applied to the wire its length is increased by 2 x 10-4m. What is Young's modulus for steel?